লকডাউন ও জানালা

জীবনের লম্বা দৌড়ে একটা ব্রেক কষে দিয়েছে করোনা ও লকডাউন। রোজকার ব্যস্ততা নেইহাতে অনেকটাই ফাঁকা সময়। তাই এই ব্লগের আড়ালে ইন্টারনেটের মায়াজালে নিজের ছোট্ট উপস্থিতি জানান দেওয়ার চেষ্টা।

ছবি তুলতে ভাল লাগে। মোবাইল হোক বা ডিএসএলআর, খিচিক-খিচিক শব্দটা আমার সাধারণ মনে একটা দোলা দেয়। তাই লকডাউনে এই দুটোই ভরসা। আর ভরসা আমার ঘরের জানাল। উন্নয়নের দৌড়ে সামিল হয়েছে আমার পাড়াও। তাই বাড়ি কম বিল্ডিং বেশি। আমিও সেই দৌড়েই সামিল। কিন্তু আমার জানালার পাশে অনেকটা ফাঁকা জায়গা। সেখানে আম-কাঁঠাল গাছও আছে। সেখানে পাখীর আনাগোনা ছিল না এমনটা বলব না, তবে সেটা রেয়ার সাইট বলা চলে। লকডাউনের নাকি দূষণ অনেক কমেছে। তাই অনেকইন সোশ্যাল মিডিয়ায় সোনারপুর থেকে কাঞ্চনজঙ্ঘা বা বালি থেকে বুর্জ খালিফা দেখতে পেয়েছেন। তবে আমি তেমন কিছু পাইনি।






ঘরের জানালা থেকে আমি যেটা পেয়েছি সেটা নানান পাখীর আনাগোনা। সঙ্গী ক্যামেরাও ওত পেতে থাকে। তাই বসন্তবাউরি হোক বা বেনেবউ, কিংবা দোয়েলের দেখা পাওয়া গেছে আমার জানালা দিয়েই। প্রথম দিন তাই সেই ছবিগুলোই আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম। এরপর মাঝে মাঝে দেখা হবে, সরি কথা হবে, বেড়াতে ‌গিয়ে অর্জন হওয়া অভিজ্ঞতা নিয়ে বা নানান সময়ে তোলা আমার ছবি আপনাদের সঙ্গে ভাগ করে নেব। তবে ‌যাবার আগে একটা কথা, আশেপাশে গাছ থাকলে খেয়াল রাখুন, শহর থেকে হারিয়ে ‌যাওয়া পাখীর দল কিন্তু আমাদের সঙ্গে দেখা করতে আসছে। সু‌যোগটা হারাবেন না।  


---------------------------------------------------------------------------------------------
English translation
---------------------------------------------------------------------------------------------


Lockdown and windows

 
Corona and Lock down gives a break from the long run of life. There is no daily busyness, there is a lot of free time in hand. So behind this blog, I tried to make my small presence in the world of internet.

It feels good to take pictures. Whether it is mobile or DSLR , the sound of squeaking gives a swing to my common mind. So both of these rely on lock down. And trust told my room. My neighborhood has also joined the race for development. So the house is less the building more. I also participated in that race. But there is a lot of space next to my window. There are also mango and jackfruit trees. I will not say that there was no birds , but it can be called a rare site. Lockdown or pollution has decreased a lot. So many people have seen Burj Khalifa from Sonarpur or Kanchenjunga from Bali on social media. But I didn't get much.






I from the window of the house   What I got is the anagona of various birds. The companion camera is also waiting. So whether it is Basantabouri or Benebou , or Doyle has been seen through my window. So on the first day I shared those pictures with you. Then I will meet you from time to time , I will talk to you, I will share with you the experiences gained while traveling or my pictures taken at different times. But before we go , one thing , if there are trees nearby, make sure that the lost birds from the city are coming to meet us. Don't miss the opportunity.  


Comments

  1. বাহ খুব সুন্দর।

    ReplyDelete
  2. অনেকটা ধ্রুপদী সঙ্গীতের মতো। বিলম্বিত একতাল দিয়ে শুরু হল। আমি নিশ্চিত যে আলাপ শেষে জোর আর ঝালার পর্বে ঝড় তুলবে।

    ReplyDelete
  3. ফাটাফাটি চালিয়ে যাও

    ReplyDelete
  4. Bah khub bhalo likhecho toh.

    ReplyDelete
  5. পুরো অলরাউন্ডার পারফরমেন্স.... ক্যামেরা ও কলম দুটোতেই ফাটাফাটি....
    'কোথায় ছিলে ওস্তাদ...!তুমি কোথায় ছিলে...?'

    ReplyDelete

Post a Comment